জাহান্নামের মত লাগে
এখন আমার ভুবন
প্রেমের নামে ছল করিয়া
নষ্ট করলে জীবন
তোমার মনের ঘোলা জলে
কেটে আমি সাঁতার
ডুবে গেলাম খুব অতলে
পাইনি খুঁজে পার
দিন ছিল না
রাত ছিল না
তোমারে ডাক পেলে
ছুটে যেতাম
তোমার কাছে
জরুরি কাজ ফেলে
ভুল ছিল না
ভুল করিনি
আমার এইনা প্রেমে
তবু কেন
আমার ভুবন
ঢাকলো জাহান্নামে

