বড় বেশি, একা লাগে তোকে ছাড়া,
0
বড় বেশি, একা লাগে তোকে ছাড়া,
মন উদাসী, হয় যেন দিশেহারা,
তোর আঁচলে, তোর কাজলে, রাখ আমায় লুকিয়ে,
মেঘের কিনারে বাধবো ঘর তারার পালক উড়িয়ে
তুই সুখের প্রদীপ একলা মনের ঘরে জ্বেলে থাকিস নীরবে
তুই চাঁদের প্রদীপ কালো কালো আঁধার জ্বেলে থাকিস নীরবে
হৃদয় বাকে,
সপ্ন মেখে তোকে সাজাই
আসুক যতো ঝড় তারপর
সব সময় আমি তোকে চাই,
তুই যে আমার
সাজ তারা গোধূলি শেষে
ভেসে যায় আলোয় আলোয়
এই মন আমার তোর আবেশে
মনের আয়নায়
খুঁজে পাই
তোর মুখ খানি
ঘুম জাগরণে ক্ষণে ক্ষণে তোর হাত ছানি
[বড়-একা-লাগে]
[লিরিক: অরণ্য ভৌমিক]
[মিউজিক, সুর, কণ্ঠ: রেমো বিপ্লব]

