ষোলআনা ভালোবাসা
0
গান - ষোলআনা ভালোবাসা
শিল্পী - এফ এ সুমন
কথা - অরন্য ভৌমিক
সুর ও সংগীত - রেমো বিপ্লব
লেবেল: ঈগল মিউজিক
ষোলআনা ভালোবাসলাম
তুমি ভাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায়
আঘাতে করলে ফানা ফানা
এই যদি হয় তোমার রীতি
প্রেমের নামে করবা ক্ষতি
ঝাঁপ দিতাম না প্রেম সাগরে হয়ে দিওয়ানা
মনের দুঃখ মনে রেখে
ঘুরি বনে বনে
মুখ ফিরিয়ে নেয় যে সবাই
বলি কার সনে
মনের কথা মনে রেখে
এই অভাগার দুঃখ দেখে
কান্দে বনের পাখি
গললো না হায় তোমার অন্তর
ভিজলো না দুই আঁখি
Tags

